Last Updated: January 21, 2014 00:02

ফের বিতর্কিত মন্তব্য অনুব্রত মণ্ডলের। মন্ত্রীকে পাশে রেখেই এবার কাটোয়ার কংগ্রেস বিধায়ককে খুনের হুমকি দিলেন।
সোমবার কাটোয়ার রবীন্দ্রভবনে তৃণমূল ছাত্র পরিষদের সভায় তিনি এই হমকি দেন। মঞ্চে তখন ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, নানুরের বিধায়ক গদাধর হাজরা, লাভপুরের বিধায়ক মণিরুল ইসলাম। মন্ত্রী , বিধায়কদের পাশে রেখেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি কাটোয়ার কংগ্রেস বিধায়ক রবি চ্যাটার্জিকে প্রাণে মারার হুমকি দেন।
অনুব্রত মণ্ডলের বিতর্কিত মন্তব্যের নিদর্শন এর আগেও দেখেছে রাজ্যবাসী. এ দিন ফের একবার নতুন করে বিতর্কের মুখে পড়লেন তিনি.
First Published: Tuesday, January 21, 2014, 00:02