Last Updated: January 29, 2014 21:07

আগে বলেছিলেন, পুলিসের গাড়িতে বোমা মারো। তারপর বলেছিলেন, নির্দল প্রার্থীদের খুন করব। আর এবার সাংবাদিককে বললেন পিটিয়ে মারবে। সাংবাদিকের অপরাধ উনি ২৪ ঘণ্টার প্রতিনিধি। যে চ্যানেল অনুব্রত মণ্ডলের সরকারের টেট কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছে।
২৪ ঘণ্টায় টেট কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর চোরাগোপ্তা আক্রমণ চলছিলই। সেটাই এবার মুখফুটে বুক বাজিয়ে বললেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সাংবাদিক সম্মেলনে কুত্সিত অঙ্গভঙ্গি করে ২৪ ঘণ্টার সাংবাদিকদের দিকে আঙুল দেখিয়ে অনুব্রত বলেন, "গাঁয়ের লোক তোকে পিটিয়ে মেরে দেবে। কেউ বাঁচাতে পারবে না। দেখবি মোটর অ্যাকসিডেন্টে মারা গেছিস।"২৪ ঘণ্টার বুম তুলে নিয়ে উল্টেও দেন অনুব্রত (ছবিতে)।
এরপর বললেন, টেট -নিয়ে যা হয়েছে বেশ হয়েছে। নেতা-মন্ত্রীর আত্মীয়রা কেন চাকরি পাবেন না? টেটে যা হয়েছে বেশ হয়েছে। বর্ধমানের গুসকরায় প্রাথমিকে নিয়োগে দুর্নীতি নিয়ে খোলাখুলি সাফাই অনুব্রত মণ্ডলের।
First Published: Wednesday, January 29, 2014, 21:20