Last Updated: April 12, 2014 11:52

-------------------------------------------------------------
কমিশন-রাজ্য টানাপোড়েন অব্যাহত। কখনও সুর নরম সরকারের, কখনও হুমকি। কড়া দাওয়াই কমিশনেরও। নজিব্বিহীনভাবে ৪২টি কেন্দ্রই পুলিস অবজারভারের আওতায়। মানিকচকে গ্রেফতার মন্ত্রীর জামাই সহ ৪জন। সংঘাতের কতটা প্রভাব ভোটে? আপনার রায়, সন্ধে সাড়ে সাতটায়।
আজকের প্রশ্ন...
রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার মত রয়েছে?
উত্তর দিন-
হ্যাঁ
না
জানি না
মতামত জানান আমাদের ওয়েবসাইটে। জবাব দিন শুধু হ্যাঁ, না বা জানি না বলে। সঙ্গে আপনার ফোন নম্বর অথবা EMAIL ID দিন। হয়ে যেতে পারেন আপনি, আপনার রায়ের অতিথি।
First Published: Saturday, April 12, 2014, 11:54