Last Updated: June 1, 2013 16:07

চাকরি দেওয়ার নাম করে টাকা আদায়ের পর রাতারাতি বন্ধ হয়ে গেল দুটি সংস্থা। অভিযোগের তির, চিনারপার্কের সিনারজি কনসালটেন্সি কম্পানি এবং সেক্টর ফাইভের আরটেক সংস্থার বিরুদ্ধে। প্রতারিতদের অভিযোগ, আরটেক সংস্থায় ইন্টারভিউয়ের সুযোগ করে দেওয়ার নামে চাকরিপ্রার্থীদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করত সিনারজি কনসালটেন্সি।
চুক্তি অনুযায়ী আরটেকে চাকরি হলে একমাসের বেতন সিকিউরিটি ডিপোসিট হিসেবে দিতে হবে সিনারজি কনসালটেন্সিকে। শর্তমাফিক চাকরি পেয়েই বাড়ি থেকে টাকা নিয়ে এসে সিনারজিতে জমা করেন শতাধিক চাকরিপ্রার্থী। এরপর গতকালই রাতারাতি তালা ঝুলিয়ে দেওয়া হয় দুটি সংস্থার দফতরে। প্রতারণার দায়ে ইতিমধ্যেই ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ওই দুই সংস্থার বিরুদ্ধে।
First Published: Saturday, June 1, 2013, 16:07