Last Updated: July 15, 2013 12:41

আই ফোন নিয়ে চিন এখন তোলপাড়। উত্তর পশ্চিম চিনে ক দিন আগে আই ফোন ফাইভ ব্যবহার করে মারা যান এক মহিলা। মা আলুন নামের ২৩ বছরের ওই চিনা মহিলা বিমানসেবিকা হিসাবে কাজ করতেন চাইনা সাউদার্ন এয়ারলাইন্সে। ডিউটি সেরে বাড়ি ফিরে আই ফোন ফাইভে চার্জ দেন সেই তরুণী। এই সময়ই তাঁর সেই চার্জে বসানো ফোনে কল আসে।
চার্জে বসানো অবস্থাতে ফোন তুললেই ইলেকট্রিক শক খেয়ে বাড়িতেই মারা যান সেই তরুণী। অগাস্টের ৮ তারিখেই সেই মহিলার বিয়ে হওয়ার কথা ছিল। ঘটনা প্রকাশ হওয়ার পরেই আই ফোনের বিরুদ্ধে নানা অভিযোগ জমা পড়তে থাকে। পুলিসের পাশাপাশি আই ফোন কর্তৃপক্ষ এই মৃত্যুর তদন্ত শুরু করেছে।
সেই মৃত তরুণীর বোন জানিয়েছেন গত বছর ডিসেম্বরে শখের এই আই ফোনটি কিনেছিল মা আলুন। চার্জারটাও ছিল আই ফোনের আসল চার্জার। মা আলুনের বোন টুইট গোটা বিশ্বকে আবেদনকে করে লেখেন, দয়া করে কেউ চার্জে বসানো অবস্থায় ফোনে কথা বলবেন না।
সাধারণ অবস্থায় মোবাইল ফোনের চার্জার থেকে তিন থেকে পাঁচ ভোল্টের বিদ্যুৎ নির্গত হয়। এত অল্পমানের বিদ্যুৎ মানুষের শরীরের কোনও ক্ষতি করতে পারে না।
তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন যদি সার্কিটে কোনও সমস্যা হয় বা তার ছিঁড়ে যায় সেক্ষেত্রে ওই চার্জার থেকেই ২২০ ভোল্ট বিদ্যুৎ নির্গত হতে পারে।
কোনও রকম দুর্ঘটনা এড়াতে তাই বিশেষজ্ঞরা চার্জ দেওয়া সময় মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন।
First Published: Monday, July 15, 2013, 13:04