Last Updated: November 23, 2011 20:59

এবার থেকে পাসপোর্টের জন্য বাড়িতে বসেই আবেদন করা যাবে অনলাইনে। অনলাইনেই জানা যাবে কবে নির্দিষ্ট কাজের জন্য যেতে হবে কোন দফতরে। পাসপোর্ট পাওয়ার জন্য আবেদনকারীদের যেতে হবে কসবায় আকাশ টাওয়ারের পাসপোর্ট দফতরে। অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগানোয় অনেক দ্রুত পাওযা যাবে পাসপোর্ট, এমনই দাবি করেছেন পাসপোর্ট দফতরের আধিকারকেরা। একইসঙ্গে খড়গপুর ও শিলিগুড়িতেও রিজিওনাল পাসপোর্ট অফিস তৈরির চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।
First Published: Wednesday, November 23, 2011, 20:59