দ্রুত পরিকল্পনা রূপায়ন ও সুশাসনের লক্ষ্যে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

দ্রুত পরিকল্পনা রূপায়ন ও সুশাসনের লক্ষ্যে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

দ্রুত পরিকল্পনা রূপায়ন ও সুশাসনের লক্ষ্যে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রীদ্রুত প্রকল্প পরিকল্পনা ও তার রূপায়ন এবং সুশাসনের কথা মাথায় রেখেই গতকাল সব মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন ঘণ্টারও বেশী সময় ধরে চলা ম্যারাথন বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার ৪৫জন সদস্যই।

জানা গেছে কিভাবে অর্থনীতিকে আরও চাঙ্গা করা যায়, আরও বিনিয়োগ আনা যায় এবং পরিকাঠামোগত উন্নতি করা যায়, সেসম্পর্কে মন্ত্রিসভার সদস্যদের নিজের মতামত জানিয়েছেন নরেন্দ্র মোদী। এছাড়া শপথ নেওয়ার পরের দিনই মন্ত্রীদের একশো দিনের কাজের লক্ষ্যমাত্রা স্থির করার যে নির্দেশ তিনি দিয়েছিলেন, তা কতদূর এগিয়েছে, সেসব নিয়েও আলোচনা হয়েছে। সুপ্রশাসনের লক্ষ্যে মন্ত্রীদের ইতিমধ্যেই দশ দফা অ্যাজেন্ডা স্থির করে দিয়েছেন মোদী। তা নিয়েও বৈঠকে কথা হয়েছে বলে সূত্রের খবর।

First Published: Tuesday, June 3, 2014, 08:42


comments powered by Disqus