অপু ট্রিলজির বিশেষ প্রদর্শনী আনছে অ্যাকাডেমি মোশন পিকচারস

অপু ট্রিলজির বিশেষ প্রদর্শনী আনছে অ্যাকাডেমি মোশন পিকচারস

অপু ট্রিলজির বিশেষ প্রদর্শনী আনছে অ্যাকাডেমি মোশন পিকচারসসত্যজিত রায়ের অপু ট্রিলজির স্ক্রিনিং হতে চলেছে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসে। বেভরলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে আগামী ৬ সেপ্টেম্বর সন্ধের দুটো শো-য়ে দেখানো হবে পথের পাঁচালি ও অপরাজিত। ৯ সেপ্টেম্বর রয়েছে অপুর সংসারের স্ক্রিনিং। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শর্মিলা ঠাকুর ও স্যান্টা ক্রুজের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির সত্যজিত রায় ফিল্ম অ্যান্ড স্টাডি সেন্টার কলেকশনের ডিরেক্টর দিলীপ বসু।

এছাড়াও লন্ডনের ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটের সাউথব্যাঙ্কেও ১৪ অগাস্ট থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে সত্যজিত রায়ের ছবির প্রদর্শনী।

লস এঞ্জেলসের এরো থিয়েটারের আমেরিকান সিনেমাথেক ও অ্যাকাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে আনলকিং দ্যা গোল্ডেন ফর্ট্রেস: সত্যজিত রায় রেস্টোরড। ১২ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবরের মাধ্যমে দেখানো হবে সত্যজিত রায়ের ১৯টি ছবির প্রত্যেকটিই।

ভিয়েনার দ্য অস্ট্রিয়ান ফিল্ম মিউজিয়াম নিয়ে আসছে সত্যজিত রায়: আর্লি ওয়ার্কস-৪ ডিসেম্বর ২০১২ থেকে ৮ জানুয়ারি ২০১৪।

১৯৯২ সালে সারাজীবনের কাজের জন্য সাম্মানিক অস্কার পান সত্যজিত রায়। তারপর থেকেই তাঁর ছবি আর্কাইভ তৈরি করতে অ্যাকাডেমি অফ আর্কাইভ, দ্য মার্চেন্ট অ্যান্ড আইভরি ফাউন্ডেশন ও দ্য ফিল্ম ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত হয় সত্যজিত রায় প্রিজারভেশন প্রজেক্ট।

First Published: Friday, August 16, 2013, 20:37


comments powered by Disqus