বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন আরাবুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন আরাবুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন আরাবুলরাজ্য রাজনীততে তিনি বিতর্কের আরেক নাম। দলের মধ্যে তিনি অস্বস্তির আরেক নাম। ক মাস আগে জেলও খেটেছেন। সেই আরাবুল এবার ভোটে জিতলেন। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। জেল ফেরত আরাবুলের বিরুদ্ধে কেউ ভোটে দাঁড়ানোর `সাহস`করলেন না।

বিরোধীরা  মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় ভাঙড় থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন আরাবুল ইসলাম। সিপিআইএম নেতা রেজ্জাক মোল্লার ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত আরাবুল ইসলাম প্রার্থী পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থেকেই ছিলেন বিতর্কে। প্রশ্ন উঠেছিল বিরোধী আক্রমণের জন্যই কী দলের তরফে পুরস্কৃত করা হয় আরাবুলকে। ভাঙড়ে রাজনৈতিক হামলার ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানিয়েছিলেন সিপিআইএম নেতৃত্ব। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরাবুলে জয় প্রশ্ন তুলছে তবে কি সন্ত্রাসকে হাতিয়ার করেই ভোট বৈতরণী পার হলেন আরাবুল।





First Published: Tuesday, June 11, 2013, 14:34


comments powered by Disqus