Last Updated: March 14, 2014 15:44

ফের আরাবুল ইসলামের দৌরাত্ম্য। এবার পরীক্ষা ব্যবস্থাকেই প্রহসনে পরিণত করলেন ভাঙড়ের এই তৃণমূল নেতা। প্রশাসনের সামনেই তাদের কার্যত বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলল আরাবুলের দাদাগিরি। উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে ঢুকে এই তৃণমূল নেতা রীতিমত হুমকি-শাসানি দিলেন। ছাত্রছাত্রীদের সামনে ইনভিজিলেটরদের নির্দেশ, বলে দিতে হবে উত্তর। বাধা দেওয়ায় শিক্ষিকাকে অশ্রাব্য গালিগালাজ, প্রাণ নাশের হুমকি পর্যন্ত দিলেন এই `কুখ্যাত` তৃণমূল নেতা।
ভাঙরের নারায়ণপুর হাইস্কুল। চলছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলার সময়েই চিত্কার-চেঁচামেচি স্কুলে। সামনে দাঁড়িয়েও নীরব দর্শক পুলিস। শিক্ষা দফতরে অভিযোগ জানালেন স্কুলেরই এক শিক্ষিকা।
First Published: Friday, March 14, 2014, 15:44