Arpita ghosh Balurghat

বালুরঘাটে এসএসকেএমের ঝাঁচে হাসপাতাল গড়ার প্রতিশ্রুতি অর্পিতার

বালুরঘাটে চিকিৎসা করাতে যাবেন কলকাতার মানুষ। তৈরি হবে এসএসকেএমের মতো হাসপাতাল। শুক্রবার নির্বাচনী প্রচারে গিয়ে এই দাবি করলেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। একই সঙ্গে তাঁর দাবি, তিনি প্রকৃত অর্থেই দক্ষিণ দিনাজপুরের মানুষ।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কলকাতা হবে লন্ডন। দার্জিলিং সুইৎজারল্যান্ড। তাঁরই যোগ্য উত্তরসূরি অর্পিতা ঘোষ কুমারগঞ্জের কর্মিসভায় নিদান হেঁকে বলেছিলেন, বালুরঘাট হবে কলকাতা। আর শুক্রবার বালুরঘাট ব্লকের পতিরামের কর্মিসভায় প্রায় ভবিষ্যদ্বাণীর সুরে তিনি বলে দিলেন, বালুরঘাটে চিকিৎসা করাতে আসবেন কলকাতার মানুষ। আশ্বাস দিলেন এসএসকেএমের মতো চিকিৎসা পরিষেবা পৌছে দেওয়ারও।

তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্রের সঙ্গে বিভিন্ন জায়গায় কর্মিসভায় যাচ্ছেন অর্পিতা। বিরোধী গোষ্ঠীর প্রতিনিধি বলে পরিচিত পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী শুক্রবারের কর্মিসভায় হাজির থাকলেও খুব সতর্ক ভাবেই অর্পিতা একবারও তাঁর নাম মুখে আনলেন না। এমনকী, সৌজন্য বিনিময়ও করেননি একে অন্যের সঙ্গে। জেলায় প্রার্থী হয়ে আসার পর থেকেই তিনি বহিরাগত, এই প্রশ্ন বা অভিযোগের মুখোমুখি হতে হয়েছে অর্পিতাকে। সম্ভবত তাই, শুক্রবারের সভায় বেশ জোর দিয়েই তাঁকে বলতে হল, এলাকার উন্নয়নে তিনি ভূমিপুত্রদের থেকে বেশি কাজ করে দেখাবেন।

First Published: Saturday, March 15, 2014, 12:13


comments powered by Disqus