Arpita ghosh visits court

সারদা কাণ্ডে অবশেষে আদালতে হাজিরা দিলেন অর্পিতা ঘোষ

সারদা কাণ্ডে অবশেষে আদালতে হাজিরা দিলেন অর্পিতা ঘোষ অবশেষে সারদা কাণ্ডে আজ আদালতে হাজিরা দিতে চলেছেন অর্পিতা ঘোষ। সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর কর্মীদের তরফে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন নাট্যকার এবং শাসকদলের ঘনিষ্ঠ অর্পিতা ঘোষ। সেই অভিযোগের ভিত্তিতেই কাশ্মীর থেকে গ্রেফতার করা হয় সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে।

তারপর বহু মামলা দায়ের হয়েছে। কিন্তু এটিই ছিল সারদাকর্তার বিরুদ্ধে প্রথম অভিযোগ।তবে শুনানি শুরু থেকে আদালতে সাক্ষ্য দিতে না আসায় অর্পিতা ঘোষকে ঘিরে তৈরি হয় বেশ কিছু বিতর্ক। সেই অবস্থায় আজ তাঁর সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

First Published: Saturday, February 1, 2014, 13:19


comments powered by Disqus