Last Updated: October 2, 2012 21:48

বহু বিতর্কের পর অবশেষে রেলের বিভিন্ন কমিটি থেকে সরে দাঁড়ালেন অর্পিতা ঘোষ ও শাঁওলি মিত্র। ৬ অক্টোবরই তাঁদের কার্যকালের মেয়ার শেষ হচ্ছিল। তার পাঁচদিন আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তাঁরা।
তৃণমূল রেল দফতর ছেড়ে দেওয়ার পরই বিদ্বজনেদের ইস্তফা দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়। বিদ্বজনেদের ফের কমিটিতে নাও রাখতে পারে রেলবোর্ড। তা একপ্রকার নিশ্চিত হওয়াতে আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই দুই সদস্য।
First Published: Tuesday, October 2, 2012, 21:48