Last Updated: March 9, 2012 09:35

কাটোয়ার ঘোষহাটের অনাদিবাবুর বাগানে ধর্ষণের ঘটনায় পুলিস একজনকে গ্রেফতার করলেও, আরও দু`জন এখনও ফেরার। বৃহস্পতিবার বিকেলে সেখানে যান গণতান্ত্রিক মহিলা সমিতির একটি প্রতিনিধি দল।
তাঁরা অভিযোগকারিনীর সঙ্গে দেখা করে, তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ওই ঘটনায় বাকি অভিযুক্তদেরও অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। মহিলা প্রতিনিধি দলের নেত্রী সাধনা মল্লিকের অভিযোগ, কাটোয়া ও তার আশেপাশের এলাকায় দীর্ঘ দিন ধরে বেআইনী ও অসামাজিক কাজকর্ম চলছে। পুলিসকে এব্যাপারে বহুবার জানিয়েও কোনও ফল হয়নি। তাঁদের দাবি, পুলিস এবার ব্যবস্থা না নিলে, ভবিষ্যতে আরও বড়সড় আন্দোলনে নামবে গণতান্ত্রিক মহিলা সমিতি।
First Published: Friday, March 9, 2012, 09:35