Last Updated: March 15, 2013 21:39

শ্রীনগরে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হানার ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে এক সরকারি কর্মীকে গ্রেফতার করল পুলিস। বরমুল্লা থেকে প্রদীপ সিং নামে এই সরকারি কর্মীর বিরুদ্ধে ঘটনায় যুক্ত চার জঙ্গিকে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে বলের জানিয়েছে জম্মু কাশ্মীর পুলিস।
এই নিয়ে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হানার ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হল।
এর আগে শ্রীনগরের ছট্টাবল থেকে দুই পাক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
গত রাতে ধৃত দুই পাকিস্তানি জঙ্গি শ্রীনগরে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলায় পাকিস্তানি মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর জড়িত থাকার কথা স্বীকার করে নেয়। তার সঙ্গেই এই হামলার ব্লুপ্রিন্টও ফাঁস করে দেয় তারা। শনিবার এমনটাই দাবি করেছে জম্মু-কাশ্মীর পুলিস।
ধৃত দুই ব্যক্তি, বশির ও জুবির হামলার সময় সিআরপিএফের গুলিতে মৃত দুই জঙ্গিকে সনাক্ত করেছে বলেও পুলিস সূত্রে জানা গেছে। জুবির জানিয়েছে মৃত ওই দুই জঙ্গির নাম হায়দার ও সঈফ। এই দুই জঙ্গি পাক নাগরিক বলেও জানিয়েছে তারা।
রাজ্য পুলিসের দাবি ছিল ফেব্রুয়ারিতে জুবির পাঁচজনকে নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। পরে অবশ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেই দাবি নস্যাৎ করে দিয়েছে। সংস্থার মতে ফেব্রুয়ারি মাসে পাক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের কোনও তথ্য তাদের কাছে নেই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি করেছে চলতি বছরের জানুয়ারি মাসেই এদেশে চলে আসে এই জঙ্গিরা।
পুলিস সুত্রের খবর, বশির ও জুবির এই হামলার সঙ্গে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার যোগাযোগের কথা ফাঁস করে দিয়েছে।
সূত্রে খবর, হামলার দুদিন আগে এই চার জঙ্গি শ্রীনগরে ডেরা জমায়।
First Published: Saturday, March 16, 2013, 16:51