আর্ট কলেজের ছবিগুলি রবীন্দ্রনাথের নয়, Art college controversy

আর্ট কলেজের ছবিগুলি রবীন্দ্রনাথের নয়

আর্ট কলেজের ছবিগুলি রবীন্দ্রনাথের নয়সরকারি আর্ট কলেজে প্রদর্শিত ছবিগুলি রবীন্দ্রনাথের নয়। কলকাতা হাইকোর্টে এমনই রিপোর্ট জমা দিলেন প্রত্নতত্ত্ব বিভাগের ডিজি। গত সাতাশে ফেব্রুয়ারি থেকে আটই মার্চ পর্যন্ত সরকারি আর্ট কলেজে একটি প্রদর্শনীতে কুড়িটি রবীন্দ্রনাথের ছবি প্রদর্শিত হয়। ছবিগুলির আদৌ রবীন্দ্রনাথের আঁকা কিনা, তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন তাপস সরকার। একই সঙ্গে তাঁর অভিযোগ ছিল, ছবিগুলি বিক্রির জন্যও ব্যবহৃত হয়েছিল। জমা পড়া রিপোর্টে বলা হয়েছে ছবিগুলি রবীন্দ্রনাথের আঁকা নয়। তবে, সরকারি আইনজীবী জানিয়েছেন, কুড়িটি ছবি বিক্রির কোনওরকম উদ্দেশ্য ছিল না।

First Published: Friday, November 25, 2011, 23:21


comments powered by Disqus