Last Updated: August 17, 2013 19:34

নিয়মিত মানসিক ও শারীরিক ভাবে কর্তৃপক্ষের হাতে অত্যাচারিত হতে হচ্ছে নাকতলার আনন্দ আশ্রমের আবাসিকদের। আজ রাজ্যের যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে এই অভিযোগ জানালেন আবাসিকরা। গত ১৫ অগাস্ট এই হোমেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিন আবাসিক। এরপরই আজ হোম পরিদর্শনে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। হোম চত্ত্বর ঘুরে দেখে হোম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেন তিনি। শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগের পাশাপাশি আবাসিকরা মন্ত্রীর কাছে হোমের খাবার নিয়েও দুর্নীতির অভিযোগ তোলেন। বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন মন্ত্রী।
First Published: Saturday, August 17, 2013, 19:34