জেটলির ফোনে আড়ি পাতল কে? প্রশ্ন বিজেপির

জেটলির ফোনে আড়ি পাতল কে? প্রশ্ন বিজেপির

 জেটলির ফোনে আড়ি পাতল কে? প্রশ্ন বিজেপির অরুণ জেটলির ফোনের তথ্য দিল্লি পুলিসের হাতে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। রাজ্যসভার বিরোধী দলনেতার ফোন-কাণ্ড নিয়ে বেজায় চটেছে ভারতীয় জনতা পার্টি।

শুক্রবার সংসদে বিজেপির তরফে ভেঙ্কাইয়া নাইডু বলেন, "কিছু বিষয় নিশ্চই রয়েছে, যা সরকার আড়াল করার চেষ্টা করছে।" জেটলির ফোনের খুঁটিনাটি জানতে যিনি পুলিসকে কাজে লাগিয়েছিল, ধৃত সেই ব্যক্তির পরিচায় জানাতেও কেন কুণ্ঠা বোধ করছে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে ওই ব্যক্তির গ্রেফতারি সম্পর্কে বলেন, "এই ঘটনাটি নিয়ম ভেঙে অন্যের ফোনের তথ্য জানার চেষ্টার ঘটনা।" এর সঙ্গে ফোন ট্যাপিংয়ের কোনও যোগ নেই বলে দাবি করেন তিনি।

এই ঘটনায় এক পুলিশকর্মী ও তিন গোয়েন্দাকে গ্রেফতারের সময় পুলিস আদালতে স্বীকার করে নায়, প্রায় ১২ জন রাজনৈতিক ব্যক্তির ফোনের তথ্য ঘাটার মতো ঘটনা, নিঃসন্দেহেই বড় ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে।

First Published: Friday, March 1, 2013, 20:49


comments powered by Disqus