অরুনাভ ঘোষের বার লাইসেন্স বাতিলের প্রস্তাব

অরুনাভ ঘোষের বার লাইসেন্স বাতিলের প্রস্তাব

অরুনাভ ঘোষের বার লাইসেন্স বাতিলের প্রস্তাব আইনজীবী অরুনাভ ঘোষের বার লাইসেন্স বাতিলের প্রস্তাব গ্রহণ করল আলিপুর বার আসোশিয়েসন। বিধানসভার স্পিকারকে অপমান করার অভিযোগে অরুনাভ বাবুর বার লাইসেন্স বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। নিম্ন আদালতের বিচারকদেরও অপমান করেছেন অরুনাভ বাবু। প্রস্তাব জমা দেওয়া হবে রজ্য বার অ্যাসোশিয়েসনেও।

First Published: Saturday, August 31, 2013, 15:19


comments powered by Disqus