Last Updated: January 9, 2012 15:33

আরুষি তলওয়ার হত্যা মামলায় আরুষির বাবা রাজেশ তলওয়ারের অন্তর্বর্তীকালীন জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত আজ নির্দেশ দেয়, ৪ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন বহাল থাকবে রাজেশ তলওয়ারের। ২০০৮-এ প্রাথমিক তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়। এর আগে চলতি বছরের ৬ জানুয়ারি রাজেশ ও নূপুর তলওয়ারের বিরুদ্ধে শুনানি শুরু করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, এই মামলায় নিম্ন আদালত রায় দিয়েছিল, আরুষি হত্যায় মূল অভিযুক্ত রাজেশ ও নূপুর তলওয়ার। তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালিয়ে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেন রাজেশ ও নূপুর তলওয়ার। ৬ জানুয়ারি তাঁদের সেই পিটিশন খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। ২০০৮-এর ১৬ মে নয়ডায় ফ্ল্যাটে নিজের ঘরে দিল্লি পাবলিক স্কুলের নবম শ্রেণীর ছাত্রী আরুষি তলওয়ারের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার ঠিক ২৪ ঘণ্টা পরেই উদ্ধার করা হয় তলওয়ার পরিবারের পরিচারক হেমরাজের মৃতদেহ। ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। ২০১০-র ডিসেম্বরে গাজিয়াবাদ আদালতে এই মামলায় ক্লোজার রিপোর্ট জমা দেয় সিবিআই। ক্লোজার রিপোর্টে বলা হয়, পর্যাপ্ত তথ্য-প্রমাণের অভাবেই এই মামলার তদন্ত বন্ধ করা হচ্ছে। এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত রাজেশ তলওয়ার। তবে ঠিক কী উদ্দেশ্যে আরুষি ও হেমরাজকে হত্যা করা হয়, তা অনুমান করা যাচ্ছে না বলেও জানায় কেন্দ্রীয় গোয়েন্দা দফতর।
First Published: Monday, January 9, 2012, 15:38