Last Updated: June 8, 2013 16:06

দিল্লি বিধানসভা ভোটে শিলা দীক্ষিতের বিরুদ্ধে দাঁড়ানোর কথা ঘোষণার পর এবার নিজের সম্পত্তির হিসেব দিলেন আম আদমি পার্টি প্রণেতা অরবিন্দ কেজরিওয়াল। মোট ৭১ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে অরবিন্দের।
দুর্নীতি বিরোধী আন্দোলকারী থেকে রাজনীতির কুশীলব হয়ে ওঠা অরবিন্দ নয়াদিল্লি আসন থেকে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। লড়াই কংগ্রেস হেভিওয়েট নেত্রী তথা দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের সঙ্গে। তাঁর সম্পত্তির হিসেব প্রকাশিত হয়েছে একটি ইংরাজি দৈনিকে।
প্রতিবেদন অনুযায়ী, ইন্দ্রপুরমে একটি ৭০ লক্ষ টাকা মূল্যের ফ্ল্যাটের মালিক কেজরিওয়াল। ব্যাঙ্ক ব্যালেন্স ১ লক্ষ টাকা। তাঁর স্ত্রীর ব্যাঙ্ক ব্যালেন্সের হিসাবও ১ লক্ষ টাকা। অথচ গুরগাঁওতে ১ কোটি টাকার ফ্ল্যাট রয়েছে তাঁর স্ত্রীর নামে।
First Published: Saturday, June 8, 2013, 16:06