ভোটের আগে মোদিকে হারালেন কেজরিওয়াল

ভোটের আগে মোদিকে হারালেন কেজরিওয়াল

ভোটের আগে মোদিকে হারালেন কেজরিওয়াল টাইমের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রথম স্থানে উঠে এলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ৩.২ মিলিয়ন ভোট পেয়েছেন কেজরিওয়াল। তাঁর পরেই রয়েছেন নরেন্দ্র মোদি, কেটি পেরি ও জাস্টিন বাইবার।

মোট ২৬১,১১৪ সংখ্যক `হ্যাঁ` ভোট পেয়েছেন কেজরিওয়াল। অন্যদিকে, মোদি পেয়েছেন ১৬৪,৫৭২ `হ্যাঁ` ভোট। তবে মোদির প্রাপ্ত `না` ভোট সংখ্যায় ছাপিয়ে গিয়েছে হ্যাঁ ভোটকে। মোট ১৬৬,২৬০ `না` ভোট পেয়েছেন মোদি। সেরা দশে রয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল, নরেন্দ্র মোদি, কেটি পেরি, জাস্টিন বাইবার, লিভার্ন কক্স, বেনেডিক্ট কাম্বারব্যাচ, বেওন্সে, জেরাড লেটো, লুপিটা নিওঙ্গো, লেডি গাগা ও জুটি ডাফ্ট পাঙ্ক।

সপ্তাহের শুরুতে শীর্ষ স্থানের লড়াইয়ে এগিয়ে ছিলেন কক্স ও বাইবার। টুইটারে ভক্তদের কাছে ভোটের আবেদনও করেন কক্স।

First Published: Thursday, April 24, 2014, 15:24


comments powered by Disqus