Last Updated: January 22, 2014 13:52

ব্রঙ্কাইটিস আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল ধরনা প্রত্যাহারের পরই আজ সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে যখন কেজরিওয়লা রেলভবনের ধরনা চত্বর ছাড়ছেন তখন তিনি কম্বলে মোড়া।
৪৫ বছরের মুখ্যমন্ত্রীকে গাজিয়াবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীতে বিশৃঙ্খলার জন্য আম আদমি পার্টি সমর্থকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিস।
দানিশ মহিলার ধর্ষণের ঘটনায় ৫ পুলিস আধিকারিকের শাস্তি দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁদের মধ্যে দু`জনকে ছুটিতে পাঠিয়েছে পুলিস। আর এটাকেই নৈতিক জয় হিসাবে দেখছেন আম আদমি পার্টি প্রধান। গতকাল রাতে বসে শীর্ষ নেতাদের বৈঠক। তারপরই ধরনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন কেজরিওয়াল।
First Published: Wednesday, January 22, 2014, 13:52