মোদীকে বারাণসীতে জনতার সামনে বিতর্কে আহ্বান কেজরিওয়ালের

মোদীকে বারাণসীতে জনতার সামনে বিতর্কে আহ্বান কেজরিওয়ালের

মোদীকে বারাণসীতে জনতার সামনে বিতর্কে আহ্বান কেজরিওয়ালের লোকসভা নির্বাচনের অন্তিম দফা আর ৪দিনের দূরত্বে। তার আগে বৃহস্পতিবার বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে খোলা বিতর্কে আহ্বান জানালেন অরবিন্দ কেজরিওয়াল।

১২ মে বেনারসে মুখোমুখি নির্বাচনী লড়াইয়ে নামছেন কেজরিওয়াল ও মোদী।

মোদীকে বেনারসে নির্বাচনী জনসভার অনুমতি দেওয়া হয়নি। সেই নিয়ে সারা দেশ জুড়েই এখন বিতর্ক চলছে। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কেজরিওয়াল জানিয়েছেন মোদীকে `গঙ্গা আরতি`-এর জন্য অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু গুজরাত মুখ্যমন্ত্রী বিষয়টিকে রাজনৈতিক ফায়দা তোলার কাছে লাগাচ্ছেন।













First Published: Thursday, May 8, 2014, 13:05


comments powered by Disqus