Last Updated: May 8, 2014 13:05

লোকসভা নির্বাচনের অন্তিম দফা আর ৪দিনের দূরত্বে। তার আগে বৃহস্পতিবার বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে খোলা বিতর্কে আহ্বান জানালেন অরবিন্দ কেজরিওয়াল।
১২ মে বেনারসে মুখোমুখি নির্বাচনী লড়াইয়ে নামছেন কেজরিওয়াল ও মোদী।
মোদীকে বেনারসে নির্বাচনী জনসভার অনুমতি দেওয়া হয়নি। সেই নিয়ে সারা দেশ জুড়েই এখন বিতর্ক চলছে। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কেজরিওয়াল জানিয়েছেন মোদীকে `গঙ্গা আরতি`-এর জন্য অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু গুজরাত মুখ্যমন্ত্রী বিষয়টিকে রাজনৈতিক ফায়দা তোলার কাছে লাগাচ্ছেন।
First Published: Thursday, May 8, 2014, 13:05