Arvind Kejriwal passed Janalokpal bill

হট্টগোলেও রোখা গেল না কেজরিওয়ালের জনলোকপাল বিল পেশ

বিরোধীদের প্রবল হট্টগোলের মধ্যেও জনলোকপাল বিল পেশ দিল্লি বিধানসভায়। বিজেপি, কংগ্রেস বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। তারপরই অধিবেশন মুলতুবী করে দেন অধ্যক্ষ।

বিধানসভায় বিতর্কিত জনলোকপাল বিল পেশে মরিয়া দিল্লি সরকার। গতকালের পর আজও বিধানসভায় বিল পেশের চেষ্টা করে আম আদমি পার্টির সরকার। কালকের মতই হট্টগোল শুরু হয় বিধানসভায়। বিজেপি ও কংগ্রেসের বিক্ষোভের জেরে গতকাল বিতর্কিত জনলোকপাল বিল পেশ হয়নি। শুক্রবার দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন।

এর জন্য সহযোগী কংগ্রেস ও বিরোধী বিজেপিকে এক হাত নিতে ছাড়েননি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে কেন্দ্রীয় আইনমন্ত্রকের তরফেও দিল্লি সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে, বিল পেশ করতে গেলে লাগবে কেন্দ্রের অনুমোদন। অনড় দিল্লির মুখ্যমন্ত্রী।

জনসমক্ষে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে বিল পেশ করার ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন কেজরিওয়াল। তবে বিল নিয়ে ভোটাভুটিতে গেলে দিল্লি সরকারের স্থায়িত্বই পড়বে প্রশ্নের মুখে। সে ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালরা কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার। যদিও জনলোকপাল বিল পেশ করতে না দিলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার হুমকিটা দিয়ে রেখেছেন আপ সুপ্রিমো।

First Published: Friday, February 14, 2014, 16:11


comments powered by Disqus