ইসকোর পাঁচিল নির্মাণে বাধা গ্রামবাসীদের

ইসকোর পাঁচিল নির্মাণে বাধা গ্রামবাসীদের

ইসকোর পাঁচিল নির্মাণে বাধা গ্রামবাসীদের ইসকোর দেওয়াল তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল আসানসোলের পুরুষোত্তমপুর। রবিবার সকালে ওই এলাকায় দেওয়াল তুলতে গেলে বাধা দেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিসবাহিনী। প্রথমে কাঁদানে গ্যাস ও পরে লাঠি চালায় পুলিস। পাল্টা ইট ছোঁড়ে গ্রামবাসীরাও। এই ঘটনায় আহত হয়েছেন দু পক্ষের বেশ কয়েকজন। তিন জন গ্রামবাসীকে গ্রেফতার করেছে পুলিস। এলাকায় উত্তেজনা রয়েছে। মোতায়েন রয়েছে পুলিস।  

First Published: Sunday, February 26, 2012, 15:58


comments powered by Disqus