মন্দিরে চুরি

মন্দিরে চুরি

Tag:  Asansol temple theft
মন্দিরে চুরিআসানসোলের বালিয়াপুরে দক্ষিণাকালীর মন্দিরে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। বুধবার রাতে বিগ্রহের সোনার গয়না, রুপোর বাসন ও নগদ টাকা লুঠ করে দুষ্কৃতীরা। মন্দিরের দুই নিরাপত্তারক্ষীকে মারধর করে হাত-পা বেঁধে চলে লুঠপাট। এই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন তাঁরা। ঘটনার তদন্তে নেমেছে বারাবণী থানার পুলিস।    

First Published: Thursday, March 29, 2012, 21:45


comments powered by Disqus