Asansol road accident

পথ দুর্ঘটনায় মারা গেলেন বৃন্দাবনের কাঠিয়া বাবা

পথ দুর্ঘটনায় মারা গেলেন বৃন্দাবনের কাঠিয়া বাবা। দুর্ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের নিরসায়। বর্ধমানের কাটোয়াতে একটি শিবমন্দিরের উদ্বোধন করে বৃন্দাবনে ফিরছিলেন তিনি। ফেরার পথে আজ ভোরে ধানবাদের নিরসায় ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।

গুরুতর জখম অবস্থায় ধানবাদের পাটলিপুত্র মেডিকাল কলেজ হাসপাতালে কাঠিয়া বাবাকে ভর্তি করা হলে চিকিত্‍সকরা মৃত বলে ঘোষণা করে।

First Published: Friday, February 28, 2014, 18:51


comments powered by Disqus