Last Updated: February 28, 2014 18:38
পথ দুর্ঘটনায় মারা গেলেন বৃন্দাবনের কাঠিয়া বাবা। দুর্ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের নিরসায়। বর্ধমানের কাটোয়াতে একটি শিবমন্দিরের উদ্বোধন করে বৃন্দাবনে ফিরছিলেন তিনি। ফেরার পথে আজ ভোরে ধানবাদের নিরসায় ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।
গুরুতর জখম অবস্থায় ধানবাদের পাটলিপুত্র মেডিকাল কলেজ হাসপাতালে কাঠিয়া বাবাকে ভর্তি করা হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করে।
First Published: Friday, February 28, 2014, 18:51