Last Updated: April 16, 2012 15:16

শূন্যে গুলি চালিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে গয়না এবং টাকা লুঠ করে পালাল তিন দুষ্কৃতী। রবিবার রাত সাড়ে দশটা নাগাদ আসানসোলের কুলটিতে এই ঘটনা ঘটে। এর জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। নিয়ামতপুর পুলিস ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী।
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হলেন এক স্বর্ণ ব্যবসায়ী। রবিবার রাতে আসানসোলের কুলটির বেজডি মোড়ের কাছে এই ঘটনা ঘটে। মনোজ বর্মা নামে ওই ব্যবসায়ীর বাড়ি বেজডি গ্রামে। রাতে দোকান বন্ধ করে তিনি নগদ টাকা ও সোনার গয়না নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছতেই তিন ব্যক্তি তাঁর পথ আটকায় বলে অভিযোগ। শূন্যে দু-রাউণ্ড গুলি চালিয়ে জোর করে মনোজবাবুর কাছ থেকে সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। মারধরও করা হয় ব্যবসায়ীকে।
যেখানে ছিনতাই হয়, সেই এলাকাটি বেশ শুনশান বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। তার সুযোগ নিয়েই দুষ্কৃতীরা অবাধে লুঠপাঠ চালায় বলে অভিযোগ আহত ব্যবসায়ীর। নিয়ামতপুর পুলিস ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন তিনি।
First Published: Monday, April 16, 2012, 15:16