Asansol Vote issue

ভোটের আগে আসানসোলের কোলিয়ারি চায় স্থায়ী সমাধান

ভোটের আগে আসানসোলের কোলিয়ারি চায় স্থায়ী সমাধান ভোট আসে ভোট যায়। কিন্তু বদলায় না আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুলটির পাটমোহনা কোলিয়ারির শ্রমিকদের দুরবস্থার ছবি। পানীয় জলের সঙ্কট থেকে শুরু করে নানা সমস্যায় জেরবার তাঁরা। তাই এবার খনি শ্রমিক আর কোলিয়ারি সংলগ্ন এলাকার বাসিন্দারা চান, তাঁদের সমস্যার স্থায়ী সমাধান।

আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুলটির পাটমোহনা কোলিয়ারি। অত্যন্ত দুঃসহ অবস্থায় দিন কাটে এই কোলিয়ারির শ্রমিক এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের। গোটা এলাকায় পানীয় জলের সঙ্কট। ভোটের সময় রাজনৈতিক দলের প্রতিনিধিরা নানা প্রতিশ্রুতি দিলেও তাঁরা থেকে যান সেই তিমিরেই। এলাকায় জল প্রকল্পের জন্য টাকা বরাদ্দ হলেও তা খরচ না হওয়ায় ফেরত চলে গেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

কোলিয়ারির নিরাপত্তা সহ নানা বিষয়ে অভিযোগ রয়েছে খনি শ্রমিকদের। রয়েছে কোলিয়ারিকে বাঁচানোর দাবিও। তাঁরা চান নতুন সরকার এসে সমস্যার সমাধান করুক। আরও একটা ভোট দরজায় কড়া নাড়ছে।হাজির প্রার্থীরাও। কিন্তু পাটমোহনা এলাকার মানুষ এবার উত্তর খুঁজছেন তাঁদের সব সমস্যার স্থায়ী সমাধানের।



First Published: Saturday, March 29, 2014, 09:16


comments powered by Disqus