Last Updated: November 27, 2013 23:15

অভি-অ্যাশের ঘরছাড়ার খবর পাওয়া গিয়েছে আগেই। তবে কারণ এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে চিরাচরিত তু তু ম্যায় ম্যায় জেরেই ঘর ছাড়ছেন অ্যাশ।
জানা গেছে বাড়িতে নাকি সারাক্ষণই বউমার পিছনে লেগে থাকেন জয়া। ঐশ্বর্যর সব কাজেই তীক্ষ্ম নজর তাঁর। ব্যক্তিগত, পেশাদার সব জীবনেই নাকি খবরদারি করেন হাই প্রোফাইল শাশুড়ি। পেশাদার জীবনের সব কিছুর জন্যই শাশুড়ির কাছে কৈফিয়ত দিতে হয় বহু বচ্চনকে। এমনকী, ক্যামেরার সামনেও নাকি তাঁরা দুজনের উপস্থিতিতে একেবারেই স্বচ্ছন্দ নন। কিছুদিন আগে ঐশ্বর্যকে নাম ধরে ডাকার জন্য জয়ার কাছে বকাও খেতে হয় সাংবাদিকদের।
তাই শেষ পর্যন্ত শ্বশুরবাড়ি ছেড়ে বর, মেয়ের সঙ্গে আলাদা ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাশ।
First Published: Wednesday, November 27, 2013, 23:15