আত্মহত্যা করলেন আশা কন্যা

আত্মহত্যা করলেন আশা কন্যা

আত্মহত্যা করলেন আশা কন্যাআত্মহত্যা করলেন কিংবদন্তী গায়িকা আশা ভোসলের কন্যা বর্ষা। সোমবার দুপুর ১২.৩০ নাগাদ বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করেন তিনি। ইতমধ্যেই ঘটনাস্থলে পুলিস পৌঁছে তদন্ত শুরু করে দিয়েছে। তবে এখনও পর্যন্ত কোন সুইসাইড নোট খুঁজে পাওয়া যায়নি।

বর্ষা যে আবাসনে থাকতেন সেই আবাসনের অন্য একটি ফ্ল্যাটে থাকেন তাঁর মাসি আর এক কিংবদন্তী লতা মঙ্গেসকর। পুরো এলাকাটিতেই এই মুহূর্তে কড়া পুলিসি পাহাড়া বসানো হয়েছে। নিয়ন্ত্রিত করা হয়েছে সাধারণ মানুষের যাতায়াতও।


পেশায় সাংবাদিক বর্ষা মুম্বইয়ের একটি নামি
প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। ফ্রিল্যান্স লেখক হিসাবে কাজ করতেন একটি বিখ্যাত ওয়েবসাইটের হয়ে। এর আগেও ২০০৮ সালে অত্যাধিক ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন আশা কন্যা।

বর্ষার মৃত্যুর কারণ নিয়ে মুখে কুলুপ এঁটেছে ভোসলে পরিবার। তবে সূত্রের খবর বেশ কিছুকাল ধরে পারবারিক আশান্তির জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।
একটি অনুষ্ঠান উপলক্ষ্যে সিঙ্গাপুরে গিয়েছিলেন আশা ভোসলে। মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি দেশে ফিরে আসছেন।

First Published: Monday, October 8, 2012, 16:32


comments powered by Disqus