Last Updated: July 14, 2013 19:17

অ্যাসেস সিরিজে প্রথম টেস্টে দীর্ঘ নাটকের পর জিতল ইংল্যান্ড। টান টান উত্তেজনার ম্যাচে অস্ট্রেলিয়াকে হাড়াল ১৪ রানে। শেষ উইকেটে প্যাটিনসনকে নিয়ে অসাধ্য সাধন করে ফেলেছিলেন হাডিন। কিন্তু আন্ডারসনের বলে সব নাটক শেষ। সিরিজে ইংল্যান্ড এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
স্কোর বোর্ড:
ইংল্যন্ড- ২১৫,৩৭৫
অস্ট্রেলিয়া-২৮০,২৯৬
First Published: Sunday, July 14, 2013, 19:17