Last Updated: December 29, 2013 18:08

---------------------------------------------
England 255 & 179।। Australia 204 & 231/2 (51.5 ov)
ম্যাচের সেরা-মিচেল জনসন
অ্যাসেজ সিরিজে বক্সিং ডে টেস্টেও হারল ইংল্যান্ড। ছাই যুদ্ধের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়া ৮ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে এনে লজ্জার হারের মুখে দাঁড় করে দিল ইংল্যান্ডকে। নতুন বছরের ৩ তারিখ থেকে শুরু হতে চলা সিডনি টেস্টে মাইকেল ক্লার্করা জিতলেই ০-৫ হারের লজ্জা সইতে হবে আলিস্টার কুককে। অ্যাসেজ সিরিজের মত ঐতিহ্যের ক্রিকেটে যা শুধু বাইশ গজের অপমান-লজ্জার বাইরে আছড়ে পড়ে জাতিগত যুদ্ধে। তাই আলিস্টার কুকদের নিয়ে সমালোচনা একেবারে তুঙ্গে উঠেছে।
রবিবার ম্যাচের পঞ্চম দিনে অস্ট্রেলিয়া জিতল একেবারে ঝড়ের গতিতে। দিনের খেলা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৩০ রান থেকে। দলের ৬৫ রানের মাথায় ওয়ার্নারের আউটের পরও জিততে কোনও অসুবিধা হয়নি অসিদের। কারণ অন্যপ্রান্তে ক্রিস রজার্সের ঝোড়ো ব্যাটিং। ১৫৫ বল খেলে রজার্স করলেন ১১৬ রান। সানডে-র পার্টিতে আবার যোগ দিলেন ওয়াটসন। ওয়াটসনের ৮৩ রানের অপরাজিত ইনিংস দেখলে কে বলবে এটা পঞ্চম দিনের পিচ! ফল, প্রথম ইনিংসের হিরো জেমস অ্যান্ডারসন, উইকেট কলামে দ্বিতীয় ইনিংসে একেবারে জিরো।
সব মিলিয়ে যা পরিস্থিতি তা মনে হচ্ছে খোদ ভগনাব এসেও ইংল্যান্ডের হোয়াইটওয়াশ (০-৫ ) হওয়া বাঁচাতে পারবে না। শেষবার অ্যাসেজ সিরিজে হোয়াইটওয়াশ হয় ২০০৬-০৭ সিরিজে। ক্যাঙারুর দেশে হওয়া সেই অ্যাসেজে অসিরা জেতে ৫-০। এবারও হয়তো সেই পথেই চলেছে ছাই যুদ্ধ।
First Published: Sunday, December 29, 2013, 18:14