Ashok Gangully takes on Mamata

মুখ্যমন্ত্রী শিষ্টাচার-সংবিধান মানছেন না, অভিযোগ অশোক গাঙ্গুলির

রাজ্যে গণতন্ত্র বিপন্ন। শিষ্টাচার, সংবিধান মানছেন না মুখ্যমন্ত্রী। মন্তব্য রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোক গাঙ্গুলির। বৃহস্পতিবার সল্টলেকে এক সভায় রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং মুখ্যমন্ত্রীর ভূমিকার কড়া সমালোচনা করেন তিনি। গণতন্ত্র ফেরাতে সাধারণ মানুষকে প্রতিরোধে নামার পরামর্শ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি।

সম্প্রতি ভোটের সময় ৫ জেলার এসপি, ডিএমদের বদলির নির্দেশে কমিশনের সঙ্গে সংঘাত বাধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কমিশনের নির্দেশ মানতে রাজি ছিলেন না মুখ্যমন্ত্রী। প্রশ্ন ওঠে, প্রশাসনিক প্রধানের পদে থেকে কীভাবে কমিশনের নির্দেশের অবমাননা করেন মুখ্যমন্ত্রী?

অনুব্রত মুণ্ডল থেকে লাভপুরকাণ্ডে খোদ উচ্চ আদালত রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর ভূমিকার সমালোচনা করা স্বত্বেও অভিযুক্তদের পৃষ্টপোষকতা করছেন মুখ্যমন্ত্রী। বিরোধী-সমালোচকদের নিন্দা শুনতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর অশোক গাঙ্গুলির মন্তব্যও চিন্তার ভাঁজ ফেলল রজ্য সরকারের কপালে।


First Published: Thursday, April 10, 2014, 21:55


comments powered by Disqus