Last Updated: January 3, 2014 17:51

আইন বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকের পদ থেকে ইস্তফা দিলেন অশোক গাঙ্গুলি। শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। যৌন নিগ্রহের অভিযোগ ওঠায় অশোক গাঙ্গুলিকে অতিথি অধ্যাপকের পদ থেকে সরানোর দাবি জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়েরই একাংশ। বিশ্ববিদ্যালয়ের পরিচালন কমিটির পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ইস্তফা দিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি।
তাঁকে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে সরাতে আইনি প্রক্রিয়ায় সিলমোহর দিয়েছে কেন্দ্র। ফলে আরও বিপাকে অশোক গাঙ্গুলি। প্রেসিডেন্সিয়াল রেফারেন্সে আজ সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রের এই সিদ্ধান্তের পরও কিন্তু নিজের অবস্থানে অনড় থেকেছেন অশোক গাঙ্গুলি। জানিয়েছেন পদত্যাগের ব্যাপারে এখনও তিনি কোনও সিদ্ধান্ত নেননি।
First Published: Friday, January 3, 2014, 17:53