Last Updated: March 1, 2012 23:21

সন্ত্রাসের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকার একটি কলেজে এবার নির্বাচন বয়কট করল এসএফআই। আশুতোষ কলেজে আগামী ১৩ মার্চ নির্বাচন। অভিযোগ, মনোনয়ন তুলতে গিয়ে বাধা পান এসএফআই প্রার্থীরা। এমনকি তাঁদের মারধরও করা হয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে আশুতোষ কলেজে ছাত্র সংসদ নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে এসএফআই। গত বছর ছাত্র সংসদ নির্বাচনের আগে সংঘর্ষের জেরে আশুতোষ কলেজেরই ছাত্র শৌভিক হাজরা একটি চোখের দৃষ্টিশক্তি হারায় । এসএফআই-এর দাবি, এবছর ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের হুমকি দেওয়া শুরু হয়েছে । তাই গতবছরের ঘটনার পুনরাবৃত্তি রুখতে এই সিদ্ধান্ত। ১৯৮২ সাল থেকে আশুতোষ কলেজের ছাত্র সংসদ জিতে আসছে এস এফ আই।
First Published: Thursday, March 1, 2012, 23:21