এশিয়া কাপের দল নির্বাচন ২৯ ফেব্রুয়ারি

এশিয়া কাপের দল নির্বাচন ২৯ ফেব্রুয়ারি

এশিয়া কাপের দল নির্বাচন ২৯ ফেব্রুয়ারিএশিয়া কাপের জন্য ২৯ ফেব্রুয়ারি ভারতীয় দল নির্বাচনে বসবেন জাতীয় নির্বাচকরা। সম্প্রতি অস্ট্রেলিয়ায় ব্যর্থতার ফলে দল বাছাইয়ের কাজ বেশ কঠিন হবে শ্রীকান্তের টিমের কাছে। এবারের দল নির্বাচনে একাধিক ক্রিকেটারের ওপর কোপ পড়তে চলেছে। ত্রিদেশীয় সিরিজে সিনিয়রদের পাশাপাশি হতাশ করেছে তরুনরাও। সুরেশ রায়না, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা টানা ব্যর্থ। এই তিনজনের দলে থাকা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে আজিঙ্কা রাহানে, দিনেশ কার্তিক এবং বাংলার অশোক দিন্দাকে এশিয়া কাপে সুযোগ দিতে পারেন নির্বাচকরা। কিন্তু সচিন, সেওয়াগকে নিয়ে ধন্দে রয়েছেন নির্বাচকরা। এই ২ সিনিয়রকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন তাঁরা। মুম্বইতে দল নির্বাচনের সময় ক্রিকেটারদের অ্যাটিটিউডও মাথায় রাখবেন নির্বাচকরা।





First Published: Tuesday, February 28, 2012, 00:32


comments powered by Disqus