Last Updated: October 17, 2012 21:12

আসানসোলের রূপনারায়ণপুর পলিটেকনিক কলেজে গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তদের সাসপেণ্ড করল কলেজ কর্তৃপক্ষ। অভিযুক্ত শাম্ব মণ্ডল, অভি ঘোষ এবং শোভনা দাসকে সাসপেণ্ড করা হয়েছে বলে জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল অভিজিত্ দত্ত।
প্রথম বর্ষের ছাত্রী শোভনা দাস নিগৃহীতা ছাত্রীকে ঘটনার দিন ইউনিয়ন রুমে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর ওই ছাত্রীকে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটে নয়ই অক্টোবর। বারই অক্টোবর রূপনারায়ণপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়।
First Published: Wednesday, October 17, 2012, 21:12