ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে অসমের পরিস্থিতি

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে অসমের পরিস্থিতি

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে অসমের পরিস্থিতিগত কয়েকদিনের তুলনায় কিছুটা হলেও শান্ত হয়েছে অগ্নিগর্ভ অসমের পরিস্থিতি। তবে, গ্রামের দিকে এখনও উত্তেজনা রয়েছে। পরিস্থিতি পরিদর্শনে শনিবার অসম যাচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ কোকরাঝাড় যাচ্ছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। গুয়াহাটি থেকে কোকরাঝাড় পৌঁছে সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক করার কথা তাঁর। অন্যদিকে বাসুদেব আচারিয়ার নেতৃত্বে অসমে যাচ্ছে সিপিআইএমের এক প্রতিনিধি দল। তিন সদস্যের এই প্রতিনিধি দলে বাসুদেব আচারিয়া ছাড়াও থাকবেন বাজুবন রিয়াঙ এবং সাইদুল হক। শুক্রবার সন্ধ্যায় গুয়াহাটি পৌঁছবেন তাঁরা।  পরের দুদিন অর্থাত্‍ শনি এবং রবিবার বিভিন্ন ত্রাণশিবির ঘুরে দেখবে  এই প্রতিনিধি দল। গতকালই সিপিআইএম পলিটব্যুরোর তরফে এক বিবৃতিতে সংঘর্ষের ঘটনায় জড়িতদের গুরুতর শাস্তির দাবি জানানো হয়েছে।

অপরদিকে অসমের ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রেন চলাচলের যে প্রভাব ছিল, তাও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। গুয়াহাটি থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। আজ সকালে গুয়াহাটি স্টেশন থেকে ছেড়েছে রাজধানী এক্সপ্রেস, কামরূপ সুপারফাস্ট এবং সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। কামাখ্যা স্টেশন থেকে ছেড়েছে ক্যাপিটাল এক্সপ্রেস। কার্ফু শিথিল হওয়ায় শুরু হয়েছে যান চলাচলও। সামরিক বাহিনী এবং পুলিসি নিরাপত্তায় হাইওয়েতে শুরু হয়েছে যান চলাচল।

First Published: Thursday, July 26, 2012, 14:42


comments powered by Disqus