অসমে ধর্ষণের অভিযোগ কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে

অসমে ধর্ষণের অভিযোগ কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে

অসমে ধর্ষণের অভিযোগ কংগ্রেস বিধায়কের বিরুদ্ধেদিল্লি গণধর্ষণ কাণ্ডের পরই ধর্ষকের শাস্তির দাবিতে সরব গোটা দেশ। ঠিক তখনই ধর্ষণের অভিযোগে হাতে নাতে ধরা পড়লেন কংগ্রেসের এক প্রভাবশালী নেতা। ঘটনাটি ঘটেছে নিম্ন অসমের চিরাং জেলায়। অভিযুক্ত বিক্রম সিং ব্রহ্মা বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের কংগ্রেস প্রধান। অভিযোগ, বুধবার রাতে এক মহিলার বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বিক্রম সিং। তাঁর চিত্‍কারে আশেপাশের লোক টেরে পেয়ে যাওয়ায় বিক্রমসিং-এর কার্যসিদ্ধি হয়নি বলে জানিয়েছেন অভিযোগকারী। স্থানীয় মহিলারা ওই কংগ্রেস নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

অভিযোগ প্রমাণিত হলে বিক্রম সিংয়ের বিরুদ্ধে দল শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।

ধর্ষণের বিরুদ্ধে দেশজোড়া প্রতিবাদের মুখে এই ধরনের ঘটনা মোকাবিলায় আরও কড়া আইন আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। ঠিক তখনই ধর্ষণকাণ্ডে দলের নেতা জড়িয়ে পড়ায় প্রবল অস্বস্তিতে কংগ্রেস। ফেব্রুয়ারিতে অসমে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে এই ঘটনায় অস্বস্তি বেড়েছে অসম সরকারেরও।

First Published: Friday, January 4, 2013, 09:42


comments powered by Disqus