Last Updated: February 21, 2014 17:22

ছয় দিন হয়ে গেল, অসামের মানুষের হাতে খবরের কাগজ পৌঁছচ্ছে না। রাজ্যের জার্নালিস্ট ফোরাম ও সংবাদপত্র বিক্রেতাদের ধর্মঘটের জেরে বন্ধ রয়েছে সংবাদপত্র প্রকাশনা। সাংবাদিক মহলের তরফে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার হস্তক্ষেপ দাবি করা হয়েছে।
শুক্রবার জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট রূপম ররুয়া ও সাধারণ সম্পাদক নভা ঠাকুরিয়া এক বিবৃতি জারি করে বলেন, "সংবাদপত্র বিক্রেতাদের ডাকা হরতালের জেরে সাধারণ মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।" এমতাবস্থায় প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার হস্তক্ষেপ করা উচিত বলে মনে করছেন তাঁরা।
First Published: Friday, February 21, 2014, 17:22