Last Updated: March 1, 2014 12:09

কংগ্রেস ওয়ার্ড কমিটির সদস্যা। বোন্টি। কয়েকদিন আগে অসম সফরে আসেন রাহুল গান্ধী। রাহুল ভক্ত কংগ্রেস কর্মী দলের সহসভাপতিকে প্রকাশ্যে চুমু খেয়েছিলেন। বোন্টিকে পুড়িয়ে মারল তাঁর স্বামী।
স্ত্রীর গায়ে আগুন লাগানোর পর, নিজেও আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই ব্যক্তি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, রাহুল গান্ধীকে চুমুর খাওয়ার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ বাধে। তারপরই বোন্টির গায়ে আগুন লাগিয়ে দেয় তাঁর স্বামী।
গত বুধবার রাহুল অসম সফরে এসেছিলেন। জোরহাটের সমাবেশে রাহুলের চিবুকে চুমু খেয়ে তাঁকে স্বাগত জানায় অসমের ঘরের বউটা। সেই `অপরাধেই` এই নির্মম পরিণতি হল। বুধবার রাতেই মহিলাকে পুড়িয়ে মারা হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিস এই মৃত্যুর জন্য বোন্টির স্বামীকে দায়ী করছে।
First Published: Saturday, March 1, 2014, 12:31