Last Updated: November 28, 2011 16:49

অভিষেক সিরিজেই বাইশ উইকেট। ব্যাট হাতে শতরান। সিরিজের সেরার পুরস্কার। হরভজনকে পেছনে ফেলে অস্ট্রেলিয়া সফরের ভারতীয় টেস্ট দলে জায়গা করে নেওয়া। সবমিলিয়ে অশ্বিনের সেরা সময় চলছেই। তাতে নতুন সংযোজন হল ভারতীয় বোর্ডের পুরস্কার। সোমবার তামিলনাড়ুর অফ স্পিনারকে দিলীপ সারদেশাই পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। দশই ডিসেম্বর চেন্নাইয়ে বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্বিনের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে সেরা ক্রিকেটার হওয়ার জন্যই অশ্বিনকে এই পুরস্কার দিতে চলেছে বোর্ড। পুরস্কার হিসাবে অশ্বিন পাবেন ট্রফি আর পাঁচ লক্ষ টাকার চেক।
First Published: Monday, November 28, 2011, 17:28