বিয়ে করেই মাঠে আর অশ্বিন

বিয়ে করেই মাঠে আর অশ্বিন

Tag:  R Aswin Marriage
বিয়ে করেই মাঠে আর অশ্বিন একটা টেস্ট খেলেই ডন ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেললেন আর অশ্বিন। তবে তা একেবারেই অক্রিকেটীয় কারনে।বিয়ে করেই মাঠে। ক্রিকেটারদের জীবনে এই জিনিস আগেও ঘটেছে। এবার ঘটল আর অশ্বিনের জীবনে। বিয়ে করেই মাঠে নামার ক্ষেত্রে ডন ব্র্যাডম্যান, বিষেন সিং বেদি এবং রাহুল দ্রাবিড়ের মত ক্রিকেটারদের সঙ্গে একইসারিতে দাঁড়িয়ে অশ্বিন। রবিবার বিয়ে সেরেই সোমবার মাঠে নামতে তাঁর কোন অসুবিধা হবে না বলে জানিয়েছেন অশ্বিন।

First Published: Monday, November 14, 2011, 19:46


comments powered by Disqus