দিল্লিতে শিলার হয়ে প্রচারে রাহুল, এড়ালেন বিতর্কিত মন্তব্য

দিল্লিতে শিলার হয়ে প্রচারে রাহুল, এড়ালেন বিতর্কিত মন্তব্য

দিল্লিতে শিলার হয়ে প্রচারে রাহুল, এড়ালেন বিতর্কিত মন্তব্য দিল্লিতে নির্বাচনি প্রচার সারলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। জমায়েত ৫০ হাজার। রাজধানী দিল্লিতে কংগ্রেস সরকারের সাফল্যের নজির হিসাবে মেট্রোর বিস্তারের কথা তুলে ধরেন তিনি।

মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতরে প্রশংসায় রাহুল বলেন, "আমার পূর্ণ আস্থা আছে, দিল্লিতে কংগ্রেস আবার ক্ষমতায় আসবে।" চতুর্থবারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীত্বের দাবিদার শিলার প্রশংসায় আরও এককদম এগিয়ে যান রাহুল। তিনি বলেন, "কেউ বলতে পারবে না দিল্লিতে কোনও উন্নয়ন হয়নি। এমনকী বিরোধীরাও নয়।"

তবে এ দিনের জনসভায় মুজাফফর নগরের হিংসার পিছনে আইএসআই যোগের তত্ত্ব ফের বলতে শোনা যায়নি রাহুল গান্ধীকে। মধ্যপ্রদেশের জনসভায় রাহুল গান্ধীর এই মন্তব্য বিজেপির হাতে তুলে দিয়েছে নতুন অস্ত্র। সংখ্যালঘু ভোটব্যাঙ্কের প্রশ্নে রাহুল গান্ধীর মন্তব্য অস্বস্তিতে ফেলেছে কংগ্রেসকে। পরিস্থিতি সামাল দিতে নানা যুক্তি সাজাচ্ছেন দলের নেতারা। সোনিয়া পুত্রের বিতর্কিত মন্তব্যে সমস্যায় ইউপিএ শরিকরাও।

First Published: Sunday, October 27, 2013, 18:33


comments powered by Disqus