Last Updated: January 26, 2014 20:07

আন্দামানে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটল। আজ, রবিবার দুপুর ৩.৪৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ৪৮ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিলেন পর্যটক। ২১ জন পর্যটকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
নৌকায় থাকা ১২ জনের জীবিত দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ৪ জন যাত্রী হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। আন্দামানের পোর্ট ব্লেয়ারের কাছে ডুবে যায় নৌকাটি। মেরিনা পার্ক থেকে ভাইপার দ্বীপে যাচ্ছিল বোটটি।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। বাকি যাত্রীদের খোঁজে নামানো হয়েছে ডুবুরি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে প্রশাসন। ইতিমধ্যে, ঘটনায় মৃতদের পরিবারকে ১লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন উপ রাজ্যপাল। এমনকি, ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। চালু করা হয়েছে দুটি হেল্পলাইন নাম্বার। নাম্বারগুলি হল ১০৭০ এবং ০৩১৯২-২৪০১৩৭, ২৩০১৭৮, ২৩৮৮৮১। হাসপাতালের হেল্পলাইন নাম্বারগুলি হল ০৩১৯২২৩০৬২৯, ০৯৯৩৩২৭৪০৯২, ১০২।
The administration has announced the following helpline numbers:--
Local toll-free number: 1070
Other helpline numbers: 03192-240127, 230178, 238881
First Published: Sunday, January 26, 2014, 21:47