Last Updated: December 27, 2013 22:02

অভিনেতা অতনু মুখার্জির দেহ উদ্ধারের ঘটনায় তাঁর স্ত্রীর বিরুদ্ধে খুনের মামলা রুজু করল পুলিস। অতনু বাবুর পরিবারের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে। তবে, ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করেই তদন্ত এগোবে বলে পুলিসের তরফে জানানো হয়েছে। তবে অতনু মুখার্জির দেহ যে অবস্থায় ছিল তা থেকে উঠে আসছে বেশ কয়েকটি প্রশ্ন। তা থেকেই তাঁর স্ত্রী খুনে জড়িত রয়েছেন বলে অনুমান পুলিসের।
গতকালই নিজের ঘর থেকে অতনুবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। এরপরই অতনুবাবুর স্ত্রী মৌ ভট্টাচার্যের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করে তাঁর পরিবার।
First Published: Friday, December 27, 2013, 22:02