ছাদনাতলায় আতিফ আসলাম

ছাদনাতলায় আতিফ আসলাম

ছাদনাতলায় আতিফ আসলামএবার বিয়ের পিঁড়িতে বসছেন আতিফ আসলাম। লক্ষ হৃদয়ে ঝড় তুলে অবশেষে আজ তাঁর বহুদিনের প্রেমিকা সারা ভরওয়ানার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন আতিফ। ফেসবুকে আতিফের অফিশিয়াল ফ্যানপেজের তথ্য অনুযায়ী ২৬ মার্চ ছিল মেহন্দি। আজ বিয়ে ও আগামিকাল ওয়ালিমা(রিসেপশন)। লাহোরের রয়্যাল পাম ক্লাবে রিসেপশন হবে আতিফের।

ফেসবুকে ইতিমধ্যেই পোস্ট করা হয়েছে মেহন্দির ছবিও।

আতিফ আসলামের মেহন্দির ছবি দেখতে ক্লিক করুন






First Published: Thursday, March 28, 2013, 13:39


comments powered by Disqus