Last Updated: January 9, 2014 11:38

রক্ষীবিহীন এটিএমে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। ভাঙা হল সিসিটিভি। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে আসানসোলের রানিগঞ্জ বাজার এলাকায়। সকালে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওই এটিএমটিতে দীর্ঘদিন থেকেই কোনও নিরাপত্তারক্ষী ছিল না বলে জানা গেছে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা খবর দেন রানিগঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যাঙ্কের আধিকারিকরা।
জনবহুল বাজার এলাকায় এটিএম ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। বুধবারের ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে এটিএমগুলির নিরাপত্তা ব্যবস্থা। রক্ষীবিহীন এটিএমগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাঙ্কগুলির সঙ্গে বৈঠক করা হবে বলে জেলা পুলিস প্রশাসনের তরফে জানানো হয়েছে।
First Published: Thursday, January 9, 2014, 11:38